ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে । ২৬ নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার শহীদনগর সোনালী আশঁ মিলের সামনে ঢাকাগামী কাভার্ডভ্যান পেছন থেকে মোটরসাইকেল চালক শিশির (১৭) কে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায় । সে দাউদকান্দি পৌর সভার দক্ষিন সতানন্দি গ্রামের মৃত লিয়াকত আলী খোকনের ছেলে । দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালক শিশিরকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।