মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দাউদকান্দি মডেল থানার আয়োজনে ইউনিয়ন ভিত্তিক কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে কাবাডির শুভ উদ্ধোধন করেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল ( অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী। খেলায় ১৫ টি ইউনিয়ন ও ১ পৌরসভাসহ মোট ১৬ টি দল অংশ গ্রহণ করেন। উদ্ধোধনী খেলায় গোয়ালামারী ইউনিয়নকে হারিয়ে বিটেশ্বর ইউনিয়ন, জিংলাতলী ইউনিয়নকে হারিয়ে সদর উত্তর ইউনিয়ন, মোহাম্মদপুর ইউনিয়নকে হারিয়ে মারুকা ইউনিয়ন এবং দাউদকান্দি পৌরসভাকে হারিয়ে বারপাড়া ইউনিয়ন জয়লাভ করেন। খেলায় ইউপি চেয়ারম্যান, উপজেলা ক্রীড়া সংস্থা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার রাফিকুল ইসলাম জামান ও স্টার কমিউনিকেশনের সিইও সফিউল বাশার সুমন।