বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এর নির্দেশে ১২ মে সোমবার দাউদকান্দিতে করোনায় কর্মহীন, দুস্থ ও অসহায় ৯০০ টি পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন দাউদকান্দি উপজেলা আ.লীগ এর সহযোগী অঙ্গ-সংগঠনসমূহের ও কুমিল্লা উত্তর জেলা আ.লীগের নেতৃবৃন্দ। দাউদকান্দি উপজেলা আ.লীগ ও এর সহযোগীত অঙ্গ-সংগঠনসমূহের সার্বিক তত্ত্বাবধানে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে কর্মহীনদের মাঝে ঈদের উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়। অসহায়,কর্মহীন ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ বশিরুল আলম মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, সাংগঠনিক সম্পাদক ছাওার তালুকদার ,কৃষি ও সমবায় সম্পাদক রুহুল আমিন, পদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোলায়মান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খন্দকার শাহজাহান ও পৌরসভা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো.আনোয়ার হোসেন ,মাকছুদ আলম জমাদার,জিয়াউদ্দিন খন্দকার।