দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের বারিকান্দি গ্রামে বোনের বাড়িতে করোনা উপসর্গ নিয়ে নজরুল ইসলাম নামের এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীনুর আলম সুমন জানান, গত তিন আগে ঢাকা মিরপুরের গার্মেন্টস কর্মী নজরুল ইসলাম (৫৫) তার নিজ বাড়ি দাউদকান্দির সুন্দুলপুর ইউনিয়নের হানিফ্দি গ্রামে আসলে স্ত্রী ও সন্তানরা জায়গা না দিলে, তার বোনের বাড়ি বারপাড়া ইউনিয়নের বারিকান্দি গ্রামে লুকিয়ে আশ্রয় নেয়। ৬ মে বুধবার তার স্বাস্থ্যের অবনতি হলে রেপিড রেস্পন্সটীম সেখানে পাঠানো হয়। এর মধ্যে তিনি মৃত্যুবরন করেন। পরে তার নমুনা সংগ্রহ করা হয়। করোনা উপসর্গ ছিল বিধায় নজরুল ইসলামকে সকল স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হয়।