দাউদকান্দি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়ার উদ্যোগে তুজারভাঙা গ্রামের ৩৫০ জন করোনায় কর্মহীন হয়ে পরা দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান। মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা তাতীলীগের সভাপতি মোঃ মতিউর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ হেলাল মাহমুদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমা আক্তার বেবী, সাধারণ সম্পাদক লায়লা হাসান, পৌর যুবলীগের নেতা মুরাদ চৌধুরী সুমন, আওয়ামী লীগের নেতা ইব্রাহিম খলিল, শাহ জাহান মিয়ার বড় পুত্র বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাজমুল হক, মোঃ মাসুদ খান। মোঃ শাহজাহান মিয়া বলেন, কোভিড-১৯ ভাইরাসে দিশেহারা বিশ্ববাসি। এর ফলে কর্মহীন হয়ে পরা অবস্থায় মানবেতর জীবন যাপন করছে অসংখ্য খেটে খাওয়া মানুষ।এসব মানুষের দুঃখ কষ্ট আমায় আবেগতাড়িত করে কাছে টানে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন কর্মী হয়ে জনগণের সেবক হিসেবে আমার দায়-দায়িত্ব আছে তাই চেষ্টা করি কিছুটা হলেও নিরন্ন, অসহায়, সুবিদা বঞ্চিত মানুষগুলোর পাশে থাকতে।