ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূইয়া।এসময় দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ খোরশেদ আলম, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিব উদ্দিন আহম্মেদ রকির, উপজেলা আওয়ামী যুব লীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ন আহ্বায়ক মোঃ হেলাল মাহমুদ, পৌর আওয়ামী লীগের নেতা মোঃ মিজান চৌধুরী, পৌর যুবলীগ নেতা মুরাদ চৌধুরী সুমন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নেছা জেবু, সাধারণ সম্পাদক লায়লা হাসান প্রমূখ।