দাউদকান্দিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা চত্ত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণ। শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ, দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসূফ সেইন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীনূর আলম সুমন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ ব্যক্তি পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করেন। একই সময়ে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠন পুষ্পার্ঘ অর্পণ করেন।