দাউদকান্দিতে এক দিনে নতুন করে আরো ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো: খোরশেদ আলম, দাউদকান্দি পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান শাহীনসহ পৌরসভায় ৫ পুরুষ ও ৪ নারী এবং একই দিনে উপজেলার জিংলাতলী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের এক জনের (পুরুষ) করোনা শনাক্ত হয়। ৫ জুন শুক্রবার রাতে দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে অবস্থিত সম্রাট ডায়াগনস্টিক সেন্টার লকডাউন ঘোষণা করেন প্রশাসন। একই সাথে পাশের ফার্মেসী ও বিভিন্ন দোকানপাট লকডাউন ঘোষণা করা হয়। জিংলাতলী গ্রামের করোনা পজিটিভ ব্যক্তি ওই ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবা নেওয়ায় প্রশাসন তা লকডাউন ঘোষণা করেন। অপরদিকে জিংলাতলী পূর্বপাড়া গ্রামের সাতটি পরিবারকে লকডাউন ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহিনুর আলম সুমন বলেন, এনিয়ে দাউদকান্দিতে মোট ৪০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ জন।