দাউদকান্দিতে একটি ঐক্যবদ্ধ আওয়ামী লীগ চাই,দাউদকান্দিকে সুখী সমৃদ্ধশালী এলাকা গঠনে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধশালি হচ্ছে, আমরা এমন একটি আওয়ামীলীগ চাই যেখানে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি চলবে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সহ সভাপতি সালেহ আহাম্মদ টুটুল ৮ অক্টোবর রবিবার দুপুরে দাউদকান্দির নিজ গ্রামের বাড়ি হাসনাবাদ বাহেরচর বাবা – মায়ের কবর জিয়ারত শেষ স্হানীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা বলেন। পরে দাউদকান্দির কদমতলী গ্রামে দাউদকান্দি উপজেলা সেচ্ছাসেবীক লীগের আয়োজনে সালেহ আহম্মদ টুটুল বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত হওয়ায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: শাহজালাল, কুমিল্লা (উ:) জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য, লিটন সরকার, হাসানপুর এসএন সরকারি ডিগ্রি কলেজের সাবেক জি এস সুমন সরকার,উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক খন্দকার শাহজাহান, যুগ্ম আহবায়ক মোঃ বিল্লাল মজুমদার, এড. এনামুল হক, আওয়ামী লীগের নেতা মোঃ কাদির মেম্বার, পৌর সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সোহেল খন্দকার, মোঃ জলিলসহ আরও অনেকে।