বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতিতে দা্উদকান্দি কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ইদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া জামাতের পূর্বে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন স্থানীয় রাজনীবিদ ও এলাকার বিশিষ্টজনেরা ।নামাজ শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।ঈদগাহে ঈদের নামাজ শেষে মুসল্লিরা ছুটে যান স্বজনদের কবরস্থানে। তাদের আত্মার মাগফিরাত কামনার পর ব্যস্ত হয়ে পড়েন পশু কোরবানিতে।