ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি ইলিয়টগঞ্জে যাত্রাবাহী বাসে তল্লাশী চলিয়ে ১ হাজার পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ । ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, রবিবার দুপুরে উপজেলার ইলিয়টগঞ্জের মোবারকপুর এলাকায় এনা পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২০৮৪) তল্লাশি চালিয়ে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার গাজীপুর গ্রামের ইউসুফ মিয়ার ছেলে মোঃ সাহাবুদ্দিন (২৯) এবং একই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ জহির (৩৫)। এব্যাপারে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।