কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর বাজারে গ্রিনলীফ রেস্টুরেন্টে গত রোববার বিকেলে কুমিল্লা পশ্চিম জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি এম এম তাওফিক খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতি নুরুল করিম আকরাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা পশ্চিম জেলা ইসলামী আন্দোলনের সভাপতি কাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান রায়হান, ছাত্র নেতা হাবিবুর রহমান রুদ্র, মাওলানা বশির আহমেদ। এছাড়া আরও বক্তব্য রাখেন মুফতি মাওলানা আব্দুল মান্নান, হাফেজ মাওলানা আব্দুর রশিদ, মুফতি নাজির আহমেদ, সাইফুল্লাহ সাইফ প্রমুখ।
সম্মোলনে বক্তারা বলেন তিনি সবাইকে শিরক ও বিদআত সম্পর্কে সতর্ক থাকারও নসিহত করেন। বিশুদ্ধ ঈমান-আমলের মাধ্যমে আখেরাতে জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা নিজেকেই করতে হবে। বক্তারা দীন প্রতিষ্ঠার আন্দোলনেও সকল শিক্ষার্থীদের শরিক হওয়ার আহ্বান জানান। পরে প্রধান অতিথি তাওফিক খন্দকারকে সভাপতি মোহাম্মদ রেদওয়ান হোসেন রিয়াদকে সহ-সভাপতি ও মো. ইউনুছ আহমদকে সাধারণ সম্পাদক করে ২০২২ সালের কুমিল্লা জেলা পশ্চিম ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করেন।