১৬ জুলাই মঙ্গলবার দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সনদপত্র এবং টুলবক্স বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইফুল আলম, ডিজিএম পল্লী বিদ্যুৎ দাউদকান্দি বলাই মিত্র, ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ। অপরদিকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গৌরীপুর বাসষ্ট্যান্ডে নিমাণার্ধীন পাবলিক টয়লেট, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র, গ্রাম আদালত সহ বিভিন্ন উন্নয়ণ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান।