দাউদকান্দিতে আ’লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি শনিবার দুপুরে দাউদকান্দি পৌরসভার মাইজপাড়ায় আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। সভায় দলের সাংগঠনিক অবস্থান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে মতবিনিময় করা হয়। এসময় কুমিল্লা উওর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও হামদর্দ বিশ্ববিদ্যালয় এর উপচার্য অধ্যাপক ড.আব্দুল মান্নান জয়, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক সালেহ আহমেদ টুটুল, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের শিল্প বিষয়ক সম্পাদক বশিরুল আলম মিয়াজী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদ সদস্য মোসাৎ পারুল আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার, যুগ্ম সাধারন সম্পাদক মো: শাহজালাল, ভিপি সালাউদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক জাকির নেওয়াজ সোহেল, আসলাম মিয়াজী ,সাংগঠনিক সম্পাদক ছাওার তালুকদার , অর্থ সম্পাদ কামরুল হাসান , জিএস সুমন সরকার, বারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মনির তালুকদার বিটেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম ,স্বেচ্ছাসেবকলীগের আহব্বায়ক খন্দকার শাজাহান সহ আওয়ামীলীগ ও অঙ্গসংঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।