বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে কথা বলতে পারে। নারীরা আর পিছিয়ে নেই। আমরা এখন উন্নয়নশীল দেশের কাতারে। দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছেন নারীরাও। স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ধারার সূচনা করেছিলেন, তারই হাল ধরেছেন তার সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে এখন আমরা একটি নতুন সড়কে উঠেছি, এই সড়ক উন্নয়নের মহাসড়ক। আমাদের নারীরা কোনো অংশে পিছিয়ে নেই। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাউদকান্দি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা মহিলা আওয়ামী মহিলা লীগের উদ্যোগে আলোচনা সভায় অতিথির বক্তব্যে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) একথা বলেন। দাউদকান্দি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নেসা জেবুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া,দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী শ্রমিকলীগের সভাপতি মোঃ রকিব উদ্দিন আহম্মেদ, উপজেলা মৎস্য লীগের সভাপতি মোঃ লোকমান হোসেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক লায়লা হাসান। পরে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।