রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:৫৭ অপরাহ্ন

দাউদকান্দিতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান

আলমগীর হোসেন
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩৮ Time View

দাউদকান্দি উপজেলার সুন্দলপুর গ্রামে অবৈধভাবে ড্রেজার বসিয়ে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। ১০ ফেব্রুয়ারি সোমবার দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। সুন্দলপুর গ্রামে একটি ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে মোঃ আলমগীর হোসেন ওরফে মহিউদ্দিন মাটি কেটে অন্য একটি জমি ভরাট করছিল। এ সংবাদে দ্রুত ঘটনাস্থল পৌছে সুন্দলপুরের মহিউদ্দিনকে হাতেনাতে ধরা হলে সে অবৈধভাবে ফসলি জমি নষ্ট করে মাটি কাটার অপরাধ স্বীকার করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতের কাছে তার কৃত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেন। ভ্রাম্যমাণ আদালত তার অপরাধ বিবেচনা করে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সাথে মহিউদ্দিন কর্তৃক পরিচালিত ড্রেজার মেশিন বিনষ্ট করে দেন । এব্যাপারে দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ বলেন, ফসলি কৃষি জমি বিনষ্ট করে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার ফলে একদিকে যেমন পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে অন্যদিকে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে যারাই এ ধরনের অবৈধ কাজে লিপ্ত হবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231