মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১০:৪০ অপরাহ্ন

দাউদকান্দিতে অনিয়মের অভিযোগে তেল ব্যবসায়ীদের জরিমানা

আলমগীর হোসেন
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৯৫৬ Time View

দাউদকান্দিতে দীর্ঘদিন ধরে জ্বালানি তেল বিক্রিতে পরিমানে কম দিয়ে ক্রেতাদের ঠকিয়ে আসছে বিভিন্ন প্রতিষ্ঠান। ২০ জানুয়ারি সোমবার অভিযোগের ভিত্তিতে দাউদকান্দির বিভিন্ন ফিলিং স্টেশন ও খুচরা তেল বিক্রেতার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন পরিমানের সঠিকিতা যাচাইয়ের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিমাণে কম তেল দেওয়ার প্রমান পাওয়া যায়। ওজন ও পরিমাণ মানদন্ড আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৫ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তাসকিন সিএনজি স্টেশন কে ১০ হাজার, ওমর ফারুক তেলের দোকানকে ৫ হাজার, হক ভেরাইটিজ স্টোরকে ৫ হাজার, জহির স্টোরকে ৫ হাজার এবং আফজাল এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম খান ও দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ। এসময় বিএসটিআইয়ের পরিদর্শক মোহাম্মদ আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231