ঈদকে কেন্দ্র করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে গত চারদিন ধরে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করছে বাস, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালকরা। তাঁদের কাছে জিম্মি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, নিয়ম-নীতি উপেক্ষা করে দাউদকান্দি, ইলিয়টগঞ্জ, গৌরীপুর বাসষ্ট্যান্ডসহ বেশ কিছু স্থানে জোর করে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। পরিবহন শ্রমিক, বাস মালিকরা বেশি ভাড়া নেওয়ার কথা স্বীকার করে বলেন, ঢাকা থেকে গ্রামমুখী বাসগুলো খালি ফিরছে। ক্ষতি পোষাতেই বেশি ভাড়া আদায় করা হচ্ছে। তবে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দেওয়ার পরও পরিবহন শ্রমিকরা অতিরিক্ত যাত্রী বোঝাই করছেন। এতে বেশি টাকা দিয়েও নিরাপদ যাত্রা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। দাউদকান্দি টোলপ্লাজা থেকে ঢাকা গুলিস্তানগামী বিআরটিসি বাসের নির্ধারিত ভাড়া ১১০ টাকা। কিন্তু ঈদ ও ছুটিকে কেন্দ্র গত চারদিন ধরে যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে ১৫০ টাকা। গৌরীপুর বাসষ্ট্যান্ডে বিআরটিসির নিয়মিত বাস ভাড়া ১৩০ টাকা আর বর্তমানে নেওয়া হচ্ছে ২০০ টাকা । বাসযাত্রীদের অভিযোগের ভিত্তিতে ১৯ জুলাই সোমবার বিকালে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম খান যাত্রীদের অভিযোগের সত্যতা যাচাই করতে নিজের পরিচয় গোপন রেখে দাউদকান্দি বলদাখালে বিআরটিসি কাউন্টারে টিকেট সংগ্রহ গেলে নির্ধারিত ১১০ টাকা ভাড়া স্থলে তার কাছ থেকে ১৫০ টাকা আদায় করেন । পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪০ ধারায় দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। এসময় গাড়ীতে অবস্থানরত সকল যাত্রীর অতিরিক্ত ৪০টাকা করে ফেরত দেয়া হয়।