কুমিল্লার দাউদকান্দি উপজেলার বলদাখাল -শ্রীরায়েরচর সড়কের লামচুরী এলাকা থেকে গত শনিবার উদ্ধার করা অজ্ঞাতনামা যুবকের লাশটির পরিচয় পাওয়া গেছে। সংবাদ মাধ্যম ও ফেইসবুকে যুবকের লাশের ছবি দেখে রবিবার সকালে তার বড় ভাই আসাদুল সরদার দাউদকান্দি মডেল থানায় এসে তার পরিচয় নিশ্চিত করেছেন। ওই যুবকের নাম মো: ফাইজুল হক সরদার (৩৫)। সে বরিশাল উজিরপুর উপজেলার বড়কোঠা এলাকার আক্কাস সরদারের ছেলে এবং পেশায় সে একজন টেষ্কি চালক ছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মো: জিয়াউর রহমান জানান, নিহত মো: ফাইজুল হক সরদার পেশায় একজন টেক্সি চালক ছিলেন। সে ঢাকা মগবাজার বসবাস করতেন। ওই দিন সন্ধ্যায় তার নিজস্ব রেন্ট-এ- কার ভাড়া নিয়ে হত্যা করে লামচুরী এলাকায় ফেলে খুনি চক্র গাড়িটি নিয়ে পালিয়ে যায়। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নজরুল ইসলাম জানান, উদ্ধারকৃত অজ্ঞাত যুবকের লাশের পরিচয় সনাক্ত হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য গত শনিবার দাউদকান্দি উপজেলার লামচুরী এলাকা অজ্ঞাতনামা যুবকের লাশটি উদ্ধার করে পুলিশ।