সমৃদ্ধির অগ্রযাত্রায় দাউদকান্দি উপজেলাকে এগিয়ে নিতে, আসন্ন ২০ অক্টোবর,দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন-২০২০এ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর মোহাম্মদ আলী (অব.)-এর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।শুক্রবার (০৯ অক্টোবর ২০২০) সকালে দাউদকান্দির “ডিকে ভবনে” দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মেজর(অব.) মোহাম্মদ আলী সাংবাদিকদের সামনে ইশতেহার ঘোষণা করেন।এ সময় মেজর(অব.) মোহাম্মদ আলী বলেন, আপনারা জানেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিয়েছেন। দলের গঠনতন্ত্র ও গণতান্ত্রিক ধারায় মনোনয়ন চেয়েছেন অনেকেই। দলীয় সভাপতি এবং মনোনয়ন বোর্ড আমাকে যোগ্য হিসেবে মনোনয়ন দিয়েছেন। এটা দাউদকান্দি উপজেলার তৃণমূলের নেতা-কর্মী-সমর্থক-শুভার্থীদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসার উপহার। আমি মাননীয় প্রধানমন্ত্রীসহ সকলের প্রতি কৃতজ্ঞ।
ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন,দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরীর , সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতা বাসুদেব ঘোষ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, সাংবাদিক দুলাল কৃষ্ণ আচার্য, মুক্তিযুদ্ধ গবেষক বাশার খান, মোহনা টিভির সিনিয়র সাংবাদিক মুশফিকুর রহমানসহ দাউদকান্দি উপজেলা কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।