শনিবার সকালে কুমিল্লা দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নে পররাষ্ট্রমন্ত্রনালয়ের মহাপরিচালক, সাবেক রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার নিজ ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান সুন্দলপুর উচ্চ বিদ্যালয়, গয়েশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন পরিদর্শন করেছেন। বিদ্যালয়টির সার্বিক খোঁজ খবর নেন ও শিক্ষকদের সাথে কুশল বিনিময় করেন। পররাষ্ট্র মন্ত্রনালয়ের মহাপরিচালক আব্দুল মোতালেব সরকার, উক্ত প্রতিষ্ঠানের প্রাত্তন ছাত্র। এসময় উপস্থিত ছিলেন, সাবেক কমরোড সৈয়দ আরিফুর রহমান, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম খাঁন, সহকারী কমিশনার মো. সেলিম শেখ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিশিস্ট ব্যাবসায়ী এম এ লতিফ ভূইয়া, সুন্দলপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সুন্দলপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আলম, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিশিস্ট ব্যাবসায়ী সালাউদ্দিন ভূইয়া, গয়েশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাজী আব্দুল বাতেন মেম্বার, গয়েশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সদস্য মাইনুল হাসান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।