চলতি বোরো মৌসুমে পাকা ধান ঘরে তোলার পর সেই ফাঁকা জমিতে আবারো চাষ দিয়ে মিনিকেট ধান রোপণ করছেন শস্য ভান্ডার খ্যাত দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কয়েকজন কৃষক। বিরামপুর পৌরসভার শান্তিনগর এলাকার কয়েকজন কৃষক তাদের নিজ উদ্যোগেই পাকা ধান কেটে ঘরে তোলার পর ওই জমিতে আবারো মিনিকেট ধান রোপণ করছেন।বর্তমান করোনা পরিস্থিতিতে যাতে খাদ্য সংকট না ঘটে তাই তাদের এমন উদ্যোগ বলে জানান তারা। এর জন্য আগে ভাগেই পাশের একটি জমিতে প্রস্তুত করে রেখেছিলেন বীজ ধান।শুধু এই এলাকাতেই নয়, স্থানীয় কৃষি অফিসের সহযোগীতা পেলে উপজেলার প্রত্যেক এলাকার কৃষকদেরকে এতে উৎসাহি করে তোলা সম্ভব বলে মনে করছেন অনেকেই।