বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৮ পূর্বাহ্ন

থানার ইন্সপেক্টর ও এসআইকে কুপিয়ে আহত

ডেস্ক রিপোর্ট
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৫০ Time View

হবিগঞ্জের নবীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) উত্তম কুমার দাশ এবং এসআই ফখরুজ্জামানসহ ৪ পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করেছেন নবীগঞ্জ ছাত্রলীগের সাবেক নেতা সোহানুর রহমান মুছা।  ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় ইন্সপেক্টর ও এসআইকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এলাকাবাসী জানায়, সন্ধ্যার পর নবীগঞ্জ শহরের সালামতপুর এলাকায় ব্র্যাক অফিসের কাছে মুসার দোকানে পুলিশ অভিযান চালায়। এ সময় তাকে গ্রেপ্তার করতে চাইলে মুসা দোকান থেকে একটি ধারালো রামদা নিয়ে পুলিশের ওপর এলোপাথাড়ি কুপাতে থাকে।পুলিশ জানায়, সম্প্রতি সোহান আহমদ মুছাকে একটি বাড়ি দখলের ঘটনায় পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় মুছা বেশ কিছুদিন কারাগারে ছিলেন। সম্প্রতি তিনি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আসেন। কিন্তু পুলিশের ওপর চরম ক্ষোভ ছিল মুছার। তিনি পুলিশের ওপর প্রতিশোধ নেয়ার সুযোগ খুঁজতে থাকেন।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, মুছা একজন তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231