আজ ২৫ মার্চ দ্বিতীয় বছর শেষ করে তৃতীয় বর্ষে পদার্পণ করলো দেশের স্বনামধন্য অনলাইন টিভির একটি সূচনা কমিউনিটি ডট টিভি। বিশেষ এদিনে সকল দর্শক, পাঠক, শুভানুধ্যায়ী, সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে প্রতিষ্ঠানটি চেয়ারম্যান বাদল রিয়াজ ও ব্যবস্থাপনা পরিচালক সজল রিয়াজ । ২০১৮ সালের ২৫ মার্চ স্বাধীনতার মাসকে স্বরণীয় করে রাখতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সূচনা কমিউনিটি ডট টিভি। তৃতীয় বর্ষে পদার্পনকে দেশের শীর্ষ এ অনলাইন মাধ্যমটি বিনোদনের পাশাপাশি খবর এই শ্লোগান নিয়ে একদিকে এর সাফল্য যেমন প্রকাশিত, অন্যদিকে মান নির্ভর সংবাদ ও নীতি-নিষ্ঠ সাংবাদিকতার প্রতি অঙ্গীকার রেখে চলছেন দর্শকদের চোখে । সূচনা কমিউনিটি ডট টিভির চেয়ারম্যান বাদল রিয়াজ বলেন, সূচনা কমিউনিটি ডট টিভি যেমন এর সংবাদে সবসময় নীতি-নিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মানুষের কাছে গ্রহণযোগ্যতা ও প্রশংসা পেয়েছে, তেমনি সংবাদের মান ও সাংবাদিকদের লিখনী, প্রমিত নিয়ম মেনে সংবাদ পাঠও একটি বিশেষ জায়গা করে নিয়েছে এই অন লাইন টিভিটি । এই ব্যাপারে সূচনা কমিউনিটি ডট টিভির সিনিয়র স্টাফ রির্পোটার মো: আলমগীর হোসেন বলেন ,আমাকে যদি জিজ্ঞাসা করা হয় এই দুই বছরে সাফল্য কী, আমি বলবো ভালো। বর্তমান সময়ে অনলাইন জার্নালিজম এবং ফেইক নিউজ- এগুলো দ্বারা মানুষ খুব বেশি প্রভাবিত। দাউদকান্দি উপজেলাসহ কুমিল্লা জেলার সংবাদ এবং দেশ-বিদেশের সংবাদটি প্রচার করা । তাছাড়া বিশ্বজুড়েই হাজার হাজার, কোটি কোটি অনলাইন, এর ভেতরে কোনটা সত্য কোনটা মিথ্যে তা যাচাই করা কঠিন। সেই জায়গা থেকে বাছ-বিচার করে একটি সংবাদকে দর্শকের কাছে, দেশে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে সত্যতার সাথে দেখানোর এই কঠিন কাজটি করে যাচ্ছি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সজল রিয়াজ বলেন, আমি আশা করবো এই তৃতীয় বর্ষে সূচনা কমিউনিটি ডট টিভি সবসময়ই ‘উপজেলার বাসীদের কথা ’কে ধারণ করে মানুষের পক্ষে নীতি-নিষ্ঠ সাংবাদিকতাকে সবার উপরে ধরে রাখবে।
তিনি আরও বলেন, সূচনা কমিউনিটি ডট টিভি নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। এই কাজের মূল্যায়ণের বাকিটা পাঠক-দর্শকের হাতে। ভবিষ্যতে প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আমরা আরও নতুন নতুন কনটেন্ট উপহার দেয়ার চেষ্টা করে যাবো। দেশের চলমান করোনা ভাইরাসের স্বাস্থ্য বিধি ও নিদের্শনা পালনের লক্ষ্যে সূচনা ডট টিভির তৃতীয় বর্ষ উদযাপন অনুষ্ঠানটি করেনি।