জিম্বাবুয়ে বিপক্ষে ডাবল সেঞ্চুরি করলেন বাংলাদেশ ক্রিকেটের রান মেশিন মুশফিকুর রহিম। চার মেরে ক্যারিয়ারে তৃতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন মিস্টার ডিপেন্ডেবল। অবিচল মুশফিকুর রহিমকে কিছুতেই নড়াতে পারছেন না জিম্বাবুয়ের বোলাররা। উইকেটে খুঁটি গেড়ে বসেছেন বাংলাদেশি মিডল অর্ডার। প্রায় ৮ ঘণ্টার কাছাকাছি সময় ব্যাট করে ৩১৫ বল মোকাবেলা করে ২৮ চারের মাধ্যমে ডাবল সেঞ্চুরি পূরণ করেন মুশফিক। টেস্ট ক্যারিয়ারে তার আগের দুইটি ডাবল সেঞ্চুরিই ছিলো উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে। এবারই প্রথম পুরোপুরি ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে দুইশ রানের গণ্ডি পেরোলেন মুশফিক।উল্লেখ্য, দেশের হয়ে দুইটি ডাবল সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যানও ছিলেন তিনি। মুশফিক ছাড়া দুইটি দ্বি-শতকের কৃতিত্ব বাংলাদেশ ক্রিকেটে আরো কারো নেই। তামিম ইকবাল ও সাকিব আল হাসান করেছেন একটি করে ডাবল সেঞ্চুরি।