কুমিল্লার তিতাস উপজেলার ইউসুফপুর নলচর গ্রামে দিনমজুর, রিকশাচালক ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজ। কুমিল্লা-২(তিতাস- হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী এবং তিতাস উপজেলা চেয়ারম্যান মো: পারভেজ হোসাইন সরকারের নির্দেশে সাড়া দিয়ে তিতাসে বিত্তবানরা এই খাদ্য সামগ্রী বিতরনের উদ্যোগ নিয়েছেন। তিতাস উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূইয়া প্রধান অতিথি থেকে এ সকল খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ এমন মহৎ উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, কোন মানুষ না খেয়ে থাকবে না। আমরা সকলের ঘরে ঘরে খাবার পৌছে দিবো। বিশেষ অতিথি ছিলেন, কড়িকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান ভুইঁয়া, ডা: জাকিয়া আক্তার, মোহাম্মদ আবদুর রব সরকার, ডা: সাজ্জাদ হোসেন সহ জিনিয়াস স্কুলের শিক্ষক শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।