কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহাম্মদ ফকিরের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। মঙ্গলবার সকালে ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম সাংবাদিকদের জানান ফরহাদ ফকিরের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমি দেখেছি। এমন ভিডিও চিত্র দেখে তিতাসের সর্বস্তরের মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন । নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ফরহাদ ফকির মাদকাসক্ত। তাকে দল ও ভাইস চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করা না হলে তিতাসে মাদক সমস্যা আরও বৃদ্ধি পাবে। মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন হাট বাজারের চায়ের দোকানে ফরহাদ ফকিরের ইয়াবা সেবনের ভিডিও ভাইরালের খবর সবার মুখে মুখে।