কুমিল্লা তিতাস উপজেলা পরিষেদের চেয়ারম্যান পারভেজ হোসাইন সরকারের বড় ভাই মাসুদ সরকারের জানাযা আজ ১০এপ্রিল শুক্রবার দুপুর ১২টায় উপজেলার বাতাকান্দি সরকার আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে অভিনব কায়দায় দুরুত্ব বজায় রেখে জানাযার আয়োজন করা হয়। জানাযা শেষে মরহুম মাসুদ সরকারকে পারিবারিক কবরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।
তিতাস উপজেলার চেয়ারম্যান পারভেজ হোসাইন সরকার চলমান করোনা ভাইরাস জনসচেতনায় ও এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা কাজে দিবারাত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । যা ইতোমধ্যে সামাজিক যোগযোগ মাধ্যমে প্রশংসা পেয়েছে । সত্যকার অর্থে তার এই মহৎ কাজকে তিনি গুরুর্ত্বপ্রদান করতে গিয়ে তার আপন বড় ভাইকে এক নজরে দেখতে পারেনি । তার এই মহৎ কাজ ও জনগণের প্রতি ভালোবাসায় মুগ্ধতা প্রকাশ করতে গিয়ে অনেকেই তার প্রতি সম্মান ও শ্রদ্ধার বিষয়টি যেন আরো নতুন ভাবে যোগ পেতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্ত ও সমর্থকদের । গতকাল রাতে পারভেজ হোসাইন সরকারের ব্যক্তিগত ফেইসবুকে বড় ভাই মাসুদ সরকারের অবস্থার কথাও জানাতে গিয়ে এক মূহুর্তে তিনি কান্না জড়িত কণ্ঠে সবাইকে করোনা ভাইরাস বিষয়ে সচেতন থাকতে আহবান জানান । তিনি সকলের নিকট তার ভাইয়ের জন্য দোয়া কামনা করেন । অবশেষে তার প্রিয় ভাইটি হারানো বেদনায় পূরো তিতাস উপজেলা জুড়ে বইছে শোক । উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসাইনের বড় ভাই মাসুদ সরকারের মৃত্যুতে রাজনৈতিক ,সামাজিক,সাংবাদিক,ও সবস্তরের ব্যক্তিগণ শোক প্রকাশ করেছেন ।