দ্বিতীয় ধাপের নির্বাচন উপলক্ষ্যে কুমিল্লার তিতাস উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়নপ্রত্যাশীদের মধ্য থেকে ৯ জনকে নৌকার প্রার্থী করা হয়েছে। তিতাসের ৯টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে এসব প্রার্থী হচ্ছেন— ১নং সাতানি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. শামসুল হক সরকার, ২নং জগতপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. মজিবুর রহমান, ৩নং বলরামপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. নুরনবী, ৪নং সদর কড়িকান্দি ইউনিয়নে তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, ৫নং কলাকান্দি ইউনিয়নে হাবিবুল্লাহ বাহার, ৬নং ভিটিকান্দি ইউনিয়নে সাংবাদিক বাবুল আহাম্মেদ, ৭নং নারন্দিয়া ইউনিয়নে আরিফুজ্জামান খোকা, ৮নং জিয়ারকান্দি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আলি আশরাফ, ৯নং মজিদপুর ইউনিয়নে আওয়ামী লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সরকার। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের জরুরি সভায় তাদের নাম ঘোষণা করা হয়।