৭ নভেম্বর ২০২০ খ্রি. “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় কুমিল্লা তিতাসে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। (৭ নভেম্বর) রোজঃ শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এবং স্থানীয় সমবায়ীদের আয়োজনে সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজন করা হয় আলোচনা সভার। আলোচনা সভায় প্রধান অতিথ হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা-২ (তিতাস-হোমনার) স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোসম্মৎ রাশেদা আক্তার এর সভাপতিত্বে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মহসীন ভূঁইয়া, উপজেলার সমবায় কর্মকর্তা বিল্লাল হোসেন, হোমনা-তিতাস প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি খন্দকার মহিউদ্দিন প্রমূখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বলরামপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নূর নবী, নারান্দিয়া ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ সালাহউদ্দিন, সাতানী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শামসুল হক, জগতপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান ও শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সুখী আক্তার এবং বিভিন্ন উপজেলা পরিষদের কর্মকর্তাসহ সমবায় নেতৃত্ববৃন্দগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক সরকার।