কুমিল্লা জেলার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের প্রথম দশআনি পাড়ায় অভিযান চালিয়ে দুইটি শ্যালো মিশিন জব্দ করেছে তিতাস সহকারী কমিশনার ( ভূমি) ওনির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম। ২০ জানুয়ারী সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন প্রথম দশআানি পাড়ায় আলাউদ্দিন নামের এক ব্যাক্তি ড্রেজারের মাধ্যমে ফসলী জমি থেকে অবৈধভাবে বালুমাটি উত্তোলন করছেন। এসংবাদে এসিল্যান্ড রুবাইয়া খানম দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিক পালিয়ে যায় । পরে ঘটনাস্থল থেকে দুটি শ্যালো মেশিন জব্দ করা হয় এবং ড্রেজারের পাইপ ভেঙ্গে দেয়া হয়। রুবাইয়া খানম বলেন, অবৈধভাবে যারা বালু মাটি উত্তোলন করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন ক্রমেই ফসলী জমি নষ্ট করে বালু মাটি উত্তোলন করতে দেয়া হবে না।