কুমিল্লা তিতাসে জিয়ারকান্দি ইউনিয়নে মরহুম রিয়াজ উদ্দিন মোল্লা স্মৃতি স্বরণে টি টেন ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । ১মার্চ মঙ্গলবার বিকালে স্থানীয় মাঠে অনুষ্ঠিত ফাইনালর খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূচনা ব্রডব্যান্ড এর চেয়ারম্যান ও সাবেক খেলোয়ার বিশিষ্ট সমাজ সেবক সুমন রিয়াজ । টসে জিতে জিয়ারকান্দি একাদশ শোলাকান্দি নাইন স্টার একাদশকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় শোলাকান্দি দলের হয়ে রিয়াজ ৭২ রান করলে দলের সর্বশেষে স্কোর দাড়ায় ১৫৪ রানে ।ফাইনাল খেলায় জিয়ারকান্দি একাদশকে ১৫৫ রানে টার্গেট দিলে জবাবে জিয়ারকান্দি একাদশ সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান করলে শোলাকান্দি নাইন স্টার একাদশ চ্যাম্পিয়ন হয় । খেলা শেষে অতিথিবৃন্দ উভয় দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন। চ্যাম্পিয়ান দলে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন রিয়াজ।
খেলায় এলাকার তরুণদের পক্ষ থেকে খেলাধুলায় বিশেষ অবদান রাখার জন্য প্রধান অতিথি সুমন রিয়াজকে সম্মাননা স্বারক (ক্রেষ্ট) প্রদান করা হয়। ফাইনাল এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আমির হোসেন,ডা.কামরুল ইসলাম,মাইনুউদ্দিন,প্রিন্সিপাল আজহারুল ইসলাম,দৈনিক দিন প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার ,বিশিষ্ট সাংবাদিক গোলাম মোস্তফা । ফাইনাল খেলাটির প্রধান আম্পিয়ারের দ্বায়িত্ব পালন করেন সাবেক কৃতি খেলোয়ার বাবুল মিয়া ও সহকারী আলী আহমেদ । খেলাটির ধারাবর্ণায় ছিলেন রাসেল মুন্সি ।