সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:৩২ পূর্বাহ্ন

তিতাসে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

আলমগীর হোসেন
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬২২ Time View

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে তিতাস উপ‌জেলার বাতাকান্দি বাজারে এক তদার‌কিমূলক অ‌ভিযান প‌রিচা‌লিত হয়। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সহকারী‌ পরিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে পরিচা‌লিত এ অ‌ভিযা‌নে অস্বাস্থ্যকর প‌রি‌বে‌শে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অ‌ভি‌যো‌গে ভাই ভাই হো‌টেল‌কে ৪ হাজার টাকা, খা‌দ্যে ক্ষ‌তিকর ক্যা‌মিক্যাল মেশা‌নোর অ‌ভি‌যো‌গে সালাম সুইটমিট‌কে ৫ হাজার টাকা, বে‌শি ওজ‌নের ঠোঙ্গা ব্যবহার ক‌রে প‌রিমা‌পে কম দেওয়া ও ক্ষতিকারক ক্যা‌মিক্যাল ব্যবহা‌রের অ‌ভি‌যো‌গে মাতৃ মিষ্টান্ন ভান্ডারকে ৮ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বীজ বিক্র‌য়ের অ‌ভি‌যো‌গে তানহা ট্রেডার্স‌কে ৮ হাজার টাকা এবং স্যা‌রের মূল্য তা‌লিকা প্রদর্শন না করায় আসিফ‌এন্টারপ্রাইজ‌কে ২ হাজার টাকাসহ মোট ৫টি প্র‌তিষ্ঠান‌কে অ‌ধিদপ্তরের প্রশাস‌নিক এখ‌তিয়া‌রে ২৭ হাজার টাকা জ‌রিমানা করা হয়। উপ‌জেলা স্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো: সা‌ইদুল ইসলাম ও এসআই স‌ফিকুলের নেতৃ‌ত্বে তিতাস থানা পু‌লি‌শের এক‌টি টিম এ কা‌জে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231