কুমিল্লার তিতাস উপজেলার সদর কড়িকান্দি ইউনিয়নের ইউসুফপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: জালাল মাস্টার (৬৮) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিঊন)। রবিবার দুপুর ২ টায় তিতাস উপজেলা প্রশাসন তাকে রাষ্ট্রীয় সম্মাননা ও গার্ড অব অনার প্রদান করেন। এসময় নিহতের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন তিতাস উপ-সহকারী প্রকৌশলী মো: জাহিদ, এস.আই মো: মোস্তফা, এস. আই ওমরসহ পুলিশ সদস্য বৃন্দ।
গার্ড অব অনার শেষে নলচর ইউসুফ পুর ঈদগাহে মাঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। মরহুম বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন মন্ডল ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে ১ম ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সাথে বিভিন্ন রণাঙ্গনে সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করেন।।পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি সুনামের সহিত দায়িত্ব পালন করেন এবং তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন কালে অবসরে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন। গত ১৮ এপ্রিল ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।