কুমিল্লার তিতাসে জীবন মিয়া (৬২) নামের এক দিন মজুরের নির্যাতনে মৃত্যু হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছেন। সে উপজেলার কড়িকান্দি গ্রামের মৃত আঃ মতিনের ছেলে। ৩ আগষ্ট শনিবার রাতের আধারে একটি পরিত্যক্ত বাড়িতে অজ্ঞাত ব্যক্তিরা জীবন মিয়াকে মারধর করে গুরুতর জখম করে পালিয়ে যায়। তার স্বজনরা খুঁজাখুঁজি করে রবিবার সকালে আহত অবস্থায় তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ৮ আগষ্ট বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। গ্রামবাসীরা জানান, দিন মজুর জীবন মিয়া একজন সহজ সরল, অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ ছিলো। তার স্বজনরা জানান, দিন মজুর হিসাবে কাজ করে জমানো টাকাগুলোও দুবৃর্ত্তরা নিয়ে যায়। ৯ আগষ্ট শুক্রবার দিনমজুর জীবন মিয়ার হত্য রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেফতারের দাবিতে কড়িকান্দি বাসষ্ট্যান্ডে রালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে তিতাস উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মহসিন ভূঁইয়া, উপজেলা আওয়ামীলী যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদসহ শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশ গ্রহন করেন। এব্যাপারে নিহতের ভাই অজি মিয়া বাদী হয়ে তিতাস থানায় অভিযোগ দায়ের করেছেন।