কুমিল্লার তিতাস উপজেলায় এক দিনমজুর যুবকের মরদেহ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ। সোমবার সকালে স্থানীয়রা পুলিশকে খবর দিলে আনুমানিক সাড়ে ৮টায় উপজেলার শিবপুর-চান্দনাগেরচর সড়কের উত্তরপাশে জসিমউদ্দিন ভূইয়ার বাড়ির পূর্বপাশে কলা গাছের ঝোঁপ থেকে উপুর হয়ে থাকা অবস্থায় যুবকের মরদেহ পুলিশ উদ্ধার করে কুমিল্লা মর্গে প্রেরণ করেছে। তবে নিহতের শরীরে কোন আগাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহত যুবক উপজেলার শিবপুর গ্রামের ইউসুপ আলী সরকারের ছেলে দিনমজুর আলাউদ্দিন। সে ৩ সন্তানের জনক বলে তার পরিবার সূত্রে জানা যায়। এলাকাবসী সূত্রে জানা যায়, নিহত যুবক নিয়মিত গাঁজা সেবন করতো। নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, আলাউদ্দিন দিনমজুরের কাজ করতো এবং নিয়মিত গাঁজা সেবন করতো, তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলে রমজান, মেয়ে আফরিন ও তাসলিয়। আলাউদ্দিন গতকাল রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (মুরাদনগর) মো. জাহাঙ্গীর আলম জানান, আমি খবর পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করার নির্দেশ দেই এসআই মধুসূধন সরকারকে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।