বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ন

তিতাসে এমএসবি ব্রিকস ফিল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা

আলমগীর হোসেন
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৫৮ Time View

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নে অবৈধভাবে ভেকু দিয়ে গোমতী নদীর পাড়ের মাটি কাটার কারনে এমএসবি ব্রিক্স ফিল্ডের মালিক মোঃ ইউসুফ ও মাটি কাটার ভেকুসহ তিন জনকে আটক করে তিতাস থানা পুলিশ। সোমবার সকালে তিতাস উপজেলা নিবার্হী অফিসারের অনুমতিতে ভিটিকান্দি ইউনিয়নের জগতপুর গ্রামের এমবিএস ব্রিক্সের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ইং মোবাইল কোর্ট পরিচালনা করেন। নিষেধাজ্ঞা অমান্য করে মাটি কাটায় এমবিএস ব্রিকস এর মালিক মোঃ ইউসুফকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন তিতাস সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম। বিষয়টি আমলে নিয়ে ইউএনও অফিস গতকাল রাতে অভিযানের মাধ্যমে সরাসরি তাদের আটক করা হয়। তিতাসে গোমতী নদীর দুই তীরে অবৈধভাবে মাটি কাটায় হুমকিতে পড়েছে নদী তীর সংলগ্ন বেড়িবাঁধ। যে কোনো সময় বেড়িবাঁধটি ধসে যেতে পারে এমন আশঙ্কায় বেড়িবাঁধের আশপাশে মাটি কাটা নিষেধ করে উপজেলা ভূমি অফিস। তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা আক্তার বলেন, যারাই আইনের তোয়াক্কা না কাজ করবে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন ভঙ্গ করলে কাউকেই ছাড় দেয়া হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231