৯ মে শনিবার তিতাসের চরকুমারিয়া কাঠালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন আস্থা স্বেচ্ছাসেবী সংগঠন। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নির্দেশে ও তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারের পরামর্শে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে অসহায় খেটে খাওয়া দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে এসেছেন স্বেচ্ছাসেবী সংগঠন। পারভেজ হোসেন সরকার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানান এমন একটি মহৎ কাজ করার জন্য। এই খাদ্য সামগ্রীগুলো যথারীতি সাতানি ইউনিয়নের চর কুলিয়ারা গ্রাম, সরস্বতী গ্রাম, মজমের কান্দি, হরিপুর সহ আশেপাশের চার-পাঁচটি গ্রামে মোট ৮০০ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ আহমেদ ফকির, সাতানি ইউপি পরিষদের চেয়ারম্যান শামসুল হক সরকার, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ মিজানুর রহমান মিজান, এসিআই ব্র্যান্ড ম্যানেজার নোয়াখালী মোহাম্মদ জামাল হোসেন, প্রফেসর মোঃ রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেপারী।