কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি এলইডি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শোলাকান্দি দক্ষিণ পাড়া গোমতী নদীর পাড় সংলগ্ম মাঠে খেলায় শোলাকান্দি উত্তর পাড়া বনাম দক্ষিন পাড়া অংশ গ্রহণ করেন। বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজ সেবক হাজ্বী দেওয়ান মো: জাহাঙ্গীরের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আলহাজ্ব আলী আশরাফ । খেলায় বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: শাহজালাল, সূচনা কমিউনিটি ডট টিভির চেয়ারম্যান মো: বাদল রিয়াজ, মো: শওকত আলী ইঞ্জিনিয়ার, মো: মজিবুল হক ভূঁইয়া, মো: আব্দুল বারেক সরকার, মো: আবু মুছা কালুন ভূঁইয়া, মো: আব্দুল খালেক মোল্লা, মো: কামাল উদ্দিন ইঞ্জিনিয়ার, মো: ছাদির মিয়া মোল্লা, দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, গৌরীপুর মাইক্রোবাস চালক সমিতির সাধারণ সম্পাদক মো: আনিছুর রহমান প্রমূখ। খেলায় শোলাকান্দি দক্ষিন পাড়াকে হারিয়ে শোলাকান্দি উত্তর পাড়া চ্যাম্পিয়ন লাভ করেন। খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন জ্যুতি মটরস্ এন্ড মাহির এ্যাম্বুলেন্স সার্ভিস।