কুমিল্লার তিতাস উপজেলার মৌটুপি দাখিল মাদরাসার পরীক্ষাথীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারি শনিবার মাদ্রাসার সভাপতি মোঃ আকতার বেপারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী। বক্তব্যে তিনি বলেন, এই মাদ্রাসায় সরকারি সকল সুযোগ সুবিধার জন্য সকল চেষ্ঠা করা হবে। এমপি সেলিমা আহমেদ মেরী সর্বদাই উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। পরীক্ষায় অংশগ্রহণ করে ভাল ফলাফল করে মোটুপি মাদ্রাসার সুনাম অক্ষুন্ন রাখতে ছাত্র-ছাত্রীদের আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ আনোয়ার বেপারি, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আযহার খান, মোহাম্মদ জালাল খান, শাহ আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ। পরে পুরস্কার বিতরণী ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।