১৮ মে সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইলিয়টগঞ্জ থেকে দাউদকান্দি বিশ্বরোড এলাকা পর্যন্ত ঢাকাগামী প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। লকডাউন পুরোপুরি কার্যকর করতে হার্ডলাইনে গিয়েছে পুলিশ।দাউদকান্দি টোলপ্লাজা বিধিনিষেধের বাইরে যতো রকম প্রাইভেট গাড়ী আটকে দিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। গাড়ী গুলো যেখান থেকে এসেছে নিজ নিজ এলাকায় ফেরত পাঠাতে বাধ্য করা হচ্ছে।দীর্ঘ সময়ের যানজটে আটকা পড়ে পন্যবাহী যানবাহন চালক ও হেলপারদের দুর্ভোগের কোনো সীমা ছিল না।যানজট নিরশনে দাউদকান্দি হাইওয়ে থানা, মডেল থানা, আনসার ও সেনাবাহিনীকে কাজ করতে দেখা যায়। এব্যাপারে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী প্রাইভেট গাড়ী চলাচল নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বলেন, লকডাউন পুরোপুরি কার্যকর করতে হার্ডলাইনে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই।