বাংলা ও বাঙালির ঐতিহ্যকে ফুটিয়ে তোলার মাধ্যমে কেরানীগঞ্জের সরকারি ইস্পাহানী কলেজে হয়ে গেলো এক বর্ণিল পিঠা উৎসব। ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির আয়োজনে হরেক রকমের পিঠার মেলায় উৎসবে মেতে উঠেছিল পুরো ঢাকাইয়া কেরানীগঞ্জবাসী।
এ সময় আসা অতিথি ও দর্শনার্থীরা তেলের পিঠা, পাটিসাপটা, নারিকেল পুলি, ডিম সুন্দরী, পুলি, ভাপা পিঠা, ক্ষীর পুলিসহ বাহারি নামের ও ভিন্ন স্বাদের পিঠার স্বাদ নেন তারা
পশ্চিমা সৃংস্কৃতির ভিরে বাঙালির কাঙালিপনাকে বাচিঁয়ে রাখতে আর আদি ঢাকাইয়া কেরানীগঞ্জবাসীকে একই ছাদের নিচে রাখতে এ আয়োজন বলছেন আয়োজকরা।
সোমবার দিনব্যাপী এ পিঠা উৎসবের উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির সভাপতি সাহিদুল হক সাহিদ। এসময় উপস্থিত ছিলেন ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক চাঁন মিয়া, কৃষিবিদ মোসলেম উদ্দিন, সায়মন চৌধুরী, রিয়াজ আহমেদ সহ প্রমূখ।