মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৯:৫৮ অপরাহ্ন

ডেঙ্গুতে সারা দেশে ৭ জনের মৃত্যু

ডেক্স রিপোর্ট
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০১৯
  • ৪২৬ Time View

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীসহ সারা দেশে সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বনশ্রীতে এক শিশু চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর মারা যায়। রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন দুই তরুণী। তাছাড়া ফরিদপুর, খুলনা এবং ময়মনসিংহে আরো চারজন মারা গেছেন।
১৯ আগস্ট  সোমবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলোয়ার হোসেন নামে মসজিদের এক খাদেম। ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার সদর হাসপাতালে ভর্তি হন তিনি । পরে অবস্থার অবনতি হওয়ায় রোববার রাতে তাকে নেয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত দেলোয়ার শহরের পূর্বখাবাসপুর এলাকার লঞ্চঘাট জামে মসজিদের খাদেম ছিলেন।
খুলনা মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে মিজানুর রহমান নামে আরো একজন মারা গেছেন। এ নিয়ে খুলনায় চিকিৎসাধীন মোট ৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১৫ আগস্ট জ্বর নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামের কৃষক মিজানুর রহমান। এর আগে, ৪ আগস্ট একই উপজেলায় মঞ্জুর শেখ নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি। রোববার দুপুরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে রাতেই মারা যান তিনি। মৃত আনোয়ারের বাড়ি নেত্রকোনা জেলায়। গাজীপুরে স্থানীয়ভাবে ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন অনেকে। গত দেড় মাসে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ৩শ’ ৮০ জন।
পিরোজপুরে সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা।
এছাড়া, ঝিনাইদহ, শেরপুর ও নাটোরসহ দেশের বিভিন্ন হাসপাতালে আজও ভর্তি হয়ছেন ডেঙ্গু আক্রান্ত রোগী। তাই আতঙ্ক কাটছে না কিছুতেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231