দাউদকান্দির গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় আজিজিয়া মাঠে কুমিল্লা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট তৃতীয় দিনের খেলায় ০-১ গোলে মেঘনা উপজেলা একাদশকে হারিয়ে চান্দিনা উপজেলা একাদশ জয় লাভ করে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার খেলার উপস্থিত ছিলেন, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ, ভারপ্রাপ্ত দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক বাদল খন্দকার, জিংলাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মোল্লা, দাউদকান্দি ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম (টাইগার), গৌরীপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি গাজী মাজারুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান হেলেন, প্রচার সম্পাদক মো: হানিফ খান, সহ-প্রচার সম্পাদক আলমগীর হোসেন, গৌরীপুর এস এ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবুল কাশেম, কুমিল্লা টিভির সম্পাদক ওমর ফারুক মিয়াজী, গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ নোমান মিয়া সরকার সহ বিভিন্ন পর্যায়ের অতিথি বৃন্দ।