মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১০:১০ অপরাহ্ন

ডাকাতি প্রতিরোধকল্পে মহাসড়কে ঝোপঝাড় পরিষ্কার

আলমগীর হোসেন
  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩০৬ Time View

ডাকাতি প্রতিরোধকল্পে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দাউদকান্দি অংশে মহাসড়কের দুপাশের ঝোপঝাড় (ছোট ঘন জঙ্গল) পরিষ্কার করেছে পুলিশ। মঙ্গলবার দিনব্যাপী মহাসড়কের দুপাশের ঝোপঝাড় কাটার কর্মসূচী উদ্ধোধন করেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমন,সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম ও দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল হক।

পুলিশের অন্যন্য সদস্যগন উপস্থিত ছিলেন। কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশনায় দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: ফয়েজ ইকবালের নেতৃত্বে ঝোপঝাড় পরিষ্কারের অভিযান শুরু করে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুপাশের ঝোপঝাড়ে যাতে ডাকাতদল ঘাপটি মেরে বসে থাকতে না পারে সে লক্ষে এ উদ্যোগ গ্রহণ করা হয়। সড়কের ঝোপঝাড়ে লুকিয়ে থেকে ডাকাতদল বিভিন্ন সময়ে যানবাহনে ডাকাতির চেষ্ঠা করে থাকেন। এছাড়াও মহাসড়কে রাতে যানজট সৃষ্টি হলে যাতে যানবাহনে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা না ঘটে সে লক্ষে এ উদ্যোগ বলে পুলিশ জানায়। সড়ক পথে জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে ঝোপঝাড় পরিষ্কার করে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ করা সহজ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231