ঠাকুরগাও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মোলানী মাদ্রাসা পাড়া গ্রামে মুদি ব্যবসায়ী খুনের ঘটনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃতরা হলেন সদর উপজেলার দেবীপুর ওস্তাদপাড়া গ্রামের মৃত আ: আলিমের ছেলে সেলিম রেজা (৩৬) ও একই গ্রামের মৃত আ: কাদের এর ছেলে আব্দুল মান্নান (৪০) কে গ্রেফতার করেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঠাকুরগাও পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ জানান, গত ২১ অক্টোবর বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে মুদি ব্যবসায়ী নূর ইসলাম হত্যা কান্ডে জড়িত দুুইজনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য: নূর ইসলাম গত ১০ অক্টোবর শনিবার রাত সাড়ে ১০ টার দিকে নিখোজ হয়। রাত থেকে তাকে খোঁজা খুজি করে রোববার দুপুরে তার বাড়ির পাশে গোরস্থানের একটি বাঁশছঝড়ে তার লাশ দেখতে পায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। নূর ইসলাম দেবীপুর ইউনিয়নের মোলানী মাদ্রাসা পাড়া গ্রামের আবুল কাশেম এর ছেলে। তিনি বৈরাগী বাজারে মুদি খানার দোকান করতো। এর পর , গত ১১ অক্টোবর রোববার মৃত নূর ইসলামের বড় ভাই রুহুল আমিন বাদী হয়ে সদর থানায় একটি লিখিত এজাহার দাখিল করলে মামলাটি রুজু করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঠাকুরগাও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ জেলার বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।