ঠাকুরগাঁও সদর উপজেলার অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র গড়েয়া বাজার এই বাজারের ভেতরের রাস্তা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসাসেবা কেন্দ্র ও ইউনিয়ন পরিষদে যেতে হয়। রাস্তাগুলো বেহাল হওয়ার কারণে ব্যবসায়ী, শিক্ষার্থীসহ এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে রাস্তাটি কাদায় ভরপুর হয়ে যায়। পানি না শুকানো পর্যন্ত রাস্তাটি ব্যবহারের অনুপযোগী থাকে। রাস্তা বেহাল হওয়ার কারণে দুই পাশের ব্যবসা প্রতিষ্ঠানে বেচাকেনা কমে যায়। এ ছাড়া কৃষকরা উৎপাদিত পণ্য বিক্রি করতে গড়েয়া বাজারে গিয়ে ভোগান্তিতে পড়েন। রাস্তাটি সংস্কার না হওয়ায় জনপ্রতিনিধিদের ওপর ক্ষুব্ধ স্থানীয়রা ।বাজারের লোকজন জানান, হাটের দিন কৃষকরা সড়কের পাশে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন। কিন্তু রাস্তাগুলো কর্দমাক্ত থাকায় লোকজন চলাচল করতে পারে না। এতে কৃষকের পণ্য বিক্রিও বাধাগ্রস্ত হয়। বাজারের পাশেই রয়েছে ইউনিয়নের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। কর্দমাক্ত রাস্তা অতিক্রম করতে গিয়ে অনেক সময় শিক্ষার্থীদের পোশাক নষ্ট হয়ে যায়। ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদেরও। চিকিৎসাসেবা নিতে ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রে যেতে চরম ভোগান্তি পোহাতে হয় ব্যবসায়ীদের মধ্যে একজন বলেন ‘স্থানীয় ও জাতীয় নির্বাচনের সময় প্রার্থীরা নশতি বাজারে এসে রাস্তাটি সংস্কারের প্রতিশ্রতি দিয়ে গেলেও তারা সেই প্রতিশ্রতির বাস্তবায়ন দেখেনি।’ গড়েয়া বাজারের ব্যবসায়ী মো.তনময় বলেন, তারা চরম দুর্ভোগের মধ্যে আছেন। চারপাশে কেবল উন্নয়নের জোয়ারের কথা শোনেন, কিন্তু গড়েয়া বাজারে সেই জোয়ারের ঢেউ এসে পৌঁছায়নি। এ ব্যাপারে গড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজারের সভাপ্রতি মো. রেজুয়ান ইসলাম বলেন , এ ধরনের রাস্তা নির্মাণ বা সংস্কার করার মতো তহবিল ইউনিয়ন পরিষদের হাতে নেই।