সোবার (১৪ সেপ্টেম্বর) দিনব্যাপী এ অভিযানে ঠাকুরগাঁও রোড রেল স্টেমনের আশে পাশে এলাকা জুড়ে লাইনের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে রেল লাইনের দুই পাশ্বে অবস্থিত শতাধিক কাচা-পাকা ঘরবাড়ি, দোকান,গোডাউনসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেল কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় স্টেট অফিসার পুর্নেন্দু দেব ও ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী কমিমনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্টেট কামরুল হাসান সোহাগ । এ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় রেল পুলিশের পাশাপাশি ঠাকুরগাঁও থানা পুলিশও সহায়তা করে। রেলের নিয়মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে এ অভিযান করা হচ্ছে বলে জানান, ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী কমিমনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্টেট কামরুল হাসান সোহাগ। এ সময় উচ্ছেদকৃত বাসিন্দাদের তাদের নিজ নিজ স্থাপনা ও সরঞ্জাম সরিয়ে নিতে দেখা গেছে। তিনি জানান, রেল স্টেশন পর্যন্ত রেল লাইনের উভয় পাশে রেলের জায়গায় যেসব অবৈধ স্থাপনা আছে সেগুলো উচ্ছেদের জন্য আমাদের অভিযান চলছে। আমরা ইতোপূর্বে সংশ্লিষ্টদের নোটিশ দিয়েছি এবং মাইকিং করে জানিয়েছি। আজও তাদের নিজস্ব মালামাল সরিয়ে নেওয়ার সময় উচ্ছেদ কার্যক্রম চলছে।