ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার ধর্মগড় ভরনিয়া শিয়ালডাঙ্গী গ্রামের বাড়ির পাশের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন প্রতিবেশীরা।নিহতরা হলেন- শিয়ালডাঙ্গী গ্রামের আকবর হোসেনের স্ত্রী আরিদা খাতুন (৩২), তার মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী আঁখি (১০) ও ছেলে আরাফাত (৪)।জানা গেছে, ভোর ৬টার দিকে আরিদা ও তার সন্তানদের মরদেহ পুকুরে ভাসতে দেখা যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়া হয়। ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়। তাদের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে বলেও জানান প্রতিবেশীরা। এখন পর্যন্ত তাদের মৃত্যু কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ।এ ঘটনার পর সহকারী পুলিশ সুপার, রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।