বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে ১ আড়ৎদার কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের কাঁচাবাজারের আড়তে ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ আদেশ দেন।
এ সময় তিনি বালেন, ঠাকুরগাঁওয়ের পায়াকারি বাজারে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে ক্রেতাদের এমন অভিযোগ পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় পেয়াজের দাম বেশী নেওয়ায় এক জনকে জরিমানা করা হয় । কোন ব্যবসায়ী যেন অতিরিক্ত মুনাফা না করতে পাড়ে সেই বিষয়টি নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।